ঢাকাMonday, 14 April 2025, 1 Boishakh 1432

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে যা বললেন অপি করিম

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪ , ০৫:০৭ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই উত্তাল। এই ইস্যুতে ছাত্রছাত্রীদের মাঝে তৈরি হয়েছে পক্ষে-বিপক্ষে মত। একদল চাইছে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চালিয়ে নিতে, আরেক দল ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে অনড়। এমন অবস্থায় দেশের রাজনৈতিক বিশ্লেষকরা নানা মত দিচ্ছেন।

বিজ্ঞাপন

বুয়েট এ ছাত্র রাজনীতি নিষিদ্ধ চান স্থাপত্যের সাবেক শিক্ষার্থী অপি করিম। বৃহস্পতিবার এমনটাই জানালেন অভিনেত্রী। তিনি বলেন, আমি ছাত্ররাজনীতি নিষিদ্ধ চাই। এর বেশি কিছু বলবো না। এর বাইরে আমার বলারও কিছু নেই

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে অপি করিম লিখেছেন, ‌বুয়েটের একজন প্রাক্তন শিক্ষার্থী এবং এলামনাই হিসেবে, আমি বুয়েটে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে। বুয়েটের বর্তমান শিক্ষার্থীদের আন্দোলনের সাথে আমি একাত্মতা ঘোষণা করছি এবং তাদের সফলতা কামনা করছি। 

বিজ্ঞাপন

হ্যাশট্যাগে তিনি লিখেছেন, নো স্টুডেন্ট পলিটিক্স ইন বুয়েট।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |